ইন্টারভিউ কল পাওয়ার একটি ছোট্ট ট্রিক শেয়ার করতে চাই:
আমি প্রায়ই আমার বিডিজবস প্রোফাইল আপডেট করি এবং অনেক জব সার্কুলারে আবেদন করি, কিন্তু সেখান থেকে খুব কমই ইন্টারভিউ কল পাই।
কিন্তু যখন আমি লিংকডইন এর মাধ্যমে আবেদন করি, তখন অনেক সময়ই ইন্টারভিউ কল পাই।
আমি যা করি:
যত বেশি সম্ভব HR (হিউম্যান রিসোর্স) প্রোফেশনালদের লিংকডইনে কানেক্ট করি।
যখন কোনো কোম্পানি জব পোস্ট করে, তখন যত দ্রুত সম্ভব আবেদন করি।
আবেদন করার পর, ওই জবের সঙ্গে যুক্ত HR পারসনের কাছে একটি মেসেজ পাঠাই। সেখানে জানাই যে আমি আবেদন করেছি এবং বিনীতভাবে জানতে চাই, আমি কি এই পদের জন্য যোগ্য কিনা। এর মাধ্যমে নিজেকে দৃশ্যমান করা যায় এবং একটি ব্যক্তিগত যোগাযোগ তৈরি হয়।
টিপস: বাংলাদেশের বেশিরভাগ লিংকডইন ব্যবহারকারী অপ্রাসঙ্গিক ও অপেশাদার পোস্ট শেয়ার বা লাইক করে থাকেন। এতে একজন প্রফেশনাল ব্যক্তি হিসেবে ভালো ইমেজ তৈরি হয় না। অনেকেই জানেন না কীভাবে HR পারসনের সঙ্গে প্রফেশনাল মেসেজে যোগাযোগ করতে হয়।
ব্যক্তিগতভাবে আমি অনেক চাকরির ইন্টারভিউ কল পেয়েছি শুধু লিংকডইনে HR পারসনের সঙ্গে আলোচনার মাধ্যমে।