অনেকে জানে না, কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর স্টুডেন্ট আর সাধারণ মানুষ Air India-এর ট্রানজিট ফ্লাইটে করে ইংল্যান্ড যায়,কারণ এই রুটে খরচ তুলনামূলক কম পড়ে।

অনেকে জানে না, কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর স্টুডেন্ট আর সাধারণ মানুষ Air India-এর ট্রানজিট ফ্লাইটে করে ইংল্যান্ড যায়,কারণ এই রুটে খরচ তুলনামূলক কম পড়ে। একটা বিমানে কত রকমের মানুষ থাকে ভাবো,কারও সাথে ছোট বাচ্চা, কেউ অসুস্থ, কেউ স্টুডেন্ট, কেউ হয়তো জীবনের প্রথমবার বিদেশে যাচ্ছে। এইটা একটা সাধারণ যাত্রীবাহী ফ্লাইট, কোনো ধর্মীয় মঞ্চ না, যুদ্ধের মাঠ তো নয়ই।
আমরা ভারতকে অপছন্দ করতেই পারি, নীতির বিষয়ে দ্বিমত থাকতেই পারে, কিন্তু একটা সিভিল ফ্লাইট নিয়ে এতটা ঘৃণা ছড়ানো, বাজে ভাষা ব্যবহার করা,এটা কি আমাদের মানুষ হিসেবেও মানায়? যেই ফ্লাইটে আমাদের নিজের ভাইবোনরাও থাকতে পারে, এমনকি কেউ হয়তো তোমার খুব কাছের মানুষও… সেই জায়গায় আবেগের নামে অন্ধ উগ্রতা দেখানোটা কি আদৌ সঠিক? সব বিষয়ে প্রতিক্রিয়া দিতে হয় না,বিশেষ করে যেখানে অন্যের নিরাপত্তা, সম্মান আর মন জড়িত থাকে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন